জনাব মো: পারভেজ আহমেদ, পিতা: মৃত খুরশীদ আহমেদ, মাতা: মিসেস সালেহা আক্তার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পূর্বপুরুষগনের আদি নিবাস লক্ষীপুর জেলার রায়পুর থানার শায়েস্তানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা মরহুম খুরশীদ আহমেদ তলক্ষীপুর জেলার, রায়পুর থানায়, নিজ গ্রাম শায়েস্তানগরে “জনকল্যান হাই স্কুল” প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। ১৯৭১’এর মুক্তিযুদ্ধে তিনি চাঁদপুরে রাজাকারদের হাতে ধরা পড়েন ও পাকিস্তানী মিলিটারিদের হাতে নির্মম ভাবে শহীদ হন, পাকিস্তানি হানাদাররা তার লাশ চাঁদপুরের মেঘনায় ফেলে দেওয়ায় তার কোন কবর নেই।

জনাব পারভেজ আহমেদ বর্তমানে সিনিয়র মানব সম্পদ মহাব্যবস্থাপক হিসাবে দেশের অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি ১৯৮৬ সনে এসসএসসি এবং ১৯৮৮ সনে এইচএসসি পাশ করেন, ১৯৯১ সনে বিকম, ১৯৯৬ সনে এমকম পাশ করেন। এছাড়াও তিনি ১৯৯৬-৯৭ সনে সিএ কোর্স কমপ্লিট করেন এবং ২০০১ সনে এমবিএ কমপ্লিট করেন এবং ২০০২-২০০৩ সনে এলএল-বি পাশ করেন। আরো বহু বিষয়ে তিনি বিশেষ উচ্চতর ডিগ্রী লাভ করেন, এছাড়াও অসংখ্য ট্রেনিং করেন যা তার জ্ঞান লাভের ক্ষেত্রকে অনেক প্রসারিত করেছে।

Scroll to Top